Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

মসজিদভিত্তিক শিশুগণশিক্ষা কার্যক্রমঃ

 প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন এর একটি বৃহত প্রকল্প। শিক্ষা সম্প্রসারনে এ প্রকল্পটির ব্যপকজন চাহিদা রয়েছে। মসজিদকে সমাজ বিনির্মানের প্রাথমিক ও কার্যকরী ইউনিট হিসাবে সত্যিকারভাবে প্রতিষ্ঠিত এবং মসজিদের ইমাম সাহেবদের সেই মহতি বিনির্মানের গুরুত্পুরন  অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার  ১৯৯৩ সালে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধীকার দিয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের ব্যপক সাফল্যের প্রেক্ষিতে এ প্রকল্পটির ধারাবাহিকতায় অত্র উপজেলার ১০টি ইউনিয়নে  ২৮টি প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র, ০১টি বয়স্ক শিক্ষাকেন্দ্র এবং ১১টি সহজ কুরআন শিক্ষাকেন্দ্র চালূ আছে।এ ছাড়া ০১টি সাধারণ রিসোর্স সেন্টার রয়েছে।  ০১টি মডেল রিসোর্স সেন্টার উপজেলার সাব অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১জন করে শিক্ষক রয়েছে যাদের মাসিক সন্মানী  ১৮০০ টাকা।

মসজিদ পাঠাগারঃ

 স্থানীয় জনসমাজকে ইসলামিক জ্ঞানার্জনের জন্য উৎসাহিত করতে  এ উপজেলার  ১৫০টি মসজিদে পাঠাগার স্থাপনা করা হয়েছে।পাঠাগারগুলোতে বিনামূল্যে বই ও আলমীরা সরবরাহ করা হয়েছে। এ উপজেলার মসজিদের সংখ্যা  ৫২৫টি।